Home / টেলিভিশন / পরিশ্রমী এক নির্মাণ শ্রমিক তিশা

পরিশ্রমী এক নির্মাণ শ্রমিক তিশা


নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশার কয়েকটি ছবি। যাতে দেখা যাচ্ছে, পরিশ্রমী এক নির্মাণ শ্রমিক। করছেন কঠোর পরিশ্রম। ছড়িয়ে পড়া ছবিগুলোতে তার বেশ প্রশংসা করছেন নেটিজেনরা। ‘বাংলা নাটক’ গ্রুপেও তিশাকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনায়। ছোট পর্দার বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানজিন তিশা। একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। হয়ে উঠেছেন জনপ্রিয়।

অভিনেত্রীর ফেসবুকে সূত্রে জানা গেছে, নারী দিবস উপলক্ষে একটি ওভিসিতে অংশ নিয়েছেন তিশা। সেই ওভিসির জন্যই এ চরিত্র ধারণ করেছেন তিনি। ‘নারী সুন্দর তার সত্তায়’ শিরোনামের ওভিসিটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার।

কাজটি প্রসঙ্গে তিনি বলেন, নারীর সৌন্দর্য নিয়ে বিজ্ঞাপনটি করা। এ ধরনের কনসেপ্টে আর কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। নারী দিবসকে সামনে রেখে নারীর সৌন্দর্যের বহুমাত্রিক দিক ভিজ্যুয়াল করেছি। তানজিন তিশা একাই অনেকগুলো চরিত্রে অভিনয় করেছেন। কতটা ভালো করেছেন তা দর্শকদের ওপর ছেড়ে দিতে চাই।

2021-03-10